আজ থেকে চার জেলায় কারফিউ শিথিল ১৩ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকাসহ চার জেলায় আগামী চার দিন ১৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এই চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানিয়েছেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চরম আকার ধারণ করায় সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়েছিলো।

দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় তা শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপক সহিংস রূপ ধারণ করলে ১৯ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারা দেশে মাঠে নামে সেনাবাহিনী।

এরপর প্রতিদিনই কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে শিথিলের সময়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh