যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:২৮ পিএম

যমুনা ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা।

যমুনা ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা।

যমুনা ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম।

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানি সেক্রেটারি এবং উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় ২০২৩ সালের জন্য ১৭.৫০% ক্যাশ এবং ৮.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়।

শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh