ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম
পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সারা দেশের নেয় ঠাকুরগাঁও মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীরা অপরাজেয় একাত্তরে এসে জড়ো হয়।
একটি মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট চত্বরে এলাকায় অভিমুখে যাত্রা শুরু করে। এসময় সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি ঠাকুরগাঁও পৌরসভা গেটের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টে যাত্রা শুরু করলে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পরবর্তীতে ছাত্রছাত্রীরা আবারো জড়ো হয়ে ঠাকুরগাঁও পৌরসভার গেটের সামনে রাস্তায় অবস্থান করে।
এসময় তারা সমন্বয়কসহ ছাত্রছাত্রীদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়াসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। এসময় পুলিশের লাঠিচার্জে দুইজন ছাত্র আহত হন।