রাজশাহীর কোর্ট এলাকা থেকে আটক ৫

রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

কোর্ট এলাকায় প্রবেশ করলে শিক্ষার্থীদের আটক করে পুলিশ।

কোর্ট এলাকায় প্রবেশ করলে শিক্ষার্থীদের আটক করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩১ জুলাই) দুপুর দুইটায় রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী কোর্টের মেইন গেইটের সামনে থেকে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ডাক দেয়।

এদিকে এ কর্মসূচির কারণে কোর্ট এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। এ কারণে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। তবে এলোমেলোভাবে কয়েকজন কোর্ট এলাকায় প্রবেশ করলে তাদের আটক করে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ এই এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে আটক করেছে। 

কোর্ট সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে তিনজনকে এবং দুইজনকে কোর্টের অন্যপাশ থেকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - রাজশাহীর উপশহর এলাকার ওয়াকির রহমান শাওন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ফাইনান্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং অন্যজন হলেন তানভীর আনজুম রাকিন।

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী কোর্ট এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে ১২ থেকে ১৫ জন যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে, পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড শটগান মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh