অবসরে গেলেন এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

চাকরি থেকে অবসর গেলেন এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন। অবসর উপলক্ষ্যে আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনও না কোনও চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়। 

তিনি বলেন, এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে এস এম রুহুল আমিন সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh