সাভারের তিন থানায় ২২ মামলা, গ্রেপ্তার ২১০

নাজমুল করিম, সাভার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম

সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: সাভার প্রতিনিধি

সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাই, সাভার মডেল ও আশুলিয়া থানায় গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিন থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২১০ জনে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাংচুর, হামলা ও লুটপাট, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় গত কয়েক দিনে তিন থানায় মোট ২২টি মামলা করা হয়েছে।

এরমধ্যে ধামরাইয়ে একটি, আশুলিয়ায় ছয়টি ও সাভার মডেল থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট থানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার সাভারে কয়েক দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় চারটি বাস, একটি করে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে।

ওই সংঘর্ষের ঘটনায় সাভারে অন্তত নয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও প্রায় দুই শতাধিক আহতের ঘটনা ঘটে।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘সরকারবিরোধী একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটিয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh