নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:০৫ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সবার স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহাবিজয়ের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাতবরণকারী সকলের স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগস্ট বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অকুতোভয় সারথি, বাংলার গণমানুষের পরম আস্থা ও নির্ভরতার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সকলের স্মৃতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন, ছাত্রসমাজের নির্ভরতা-নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, তারুণ্যের পথনির্দেশক বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে।
ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-