কুষ্টিয়ায় পুলিশি বাধায় পদযাত্রা পণ্ড, আটক ১৪

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:৩৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশি বাধা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশি বাধা।

সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বুধবার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

দুপুর আড়াইটায় কুষ্টিয়া কোর্ট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় শহরের বিভিন্ন জায়গা থেকে সন্দেহভাজন ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 

আটককৃতদের মধ্যে ১১ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্য তিনজন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী। 

তিনি বলেন, জনশৃঙ্খলা ব্যাহত করছিল এমন কয়েকজন সন্দেহভাজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। যদি তারা জড়িত থাকে তাহলে তাদেরকে আটক করা হবে, অন্যথায় ছেড়ে দেওয়া হবে। এখনো তাদেরকে যাচাই-বাছাই করা হয়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh