নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম
হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া (বাঁয়ে) ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার জানাজা পড়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) তার জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি।
ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভাষণের মাধ্যমে জানাজার কার্যক্রম শুরু হয়।
গালিবাফ বলেন, ‘সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন শহীদ ইসমাইল হানিয়া। তিনি কেবল একজন নেতা ছিলেন না, তিনি একজন জ্ঞানীও ছিলেন।’
গালিবাফ আরও বলেন, গতকাল বুধবার (৩১ জুলাই) তেহরানে হানিয়ার হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। আমরা এর জবাব দেব। সঠিক সময়ে ও সঠিক জায়গায়। আমাদের মাটিতে আমাদের অতিথিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হত্যা করা হয়েছে। আমাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন।
সূত্র : জিও নিউজ