হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশ।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশ।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোরে জেলা সংসদ প্রেসক্লাব যশোরে সামনে ঘণ্টাব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘দমন-পীড়ন, গুলি ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জনগ্রেপ্তার বন্ধের দাবি জানায়। একইসঙ্গে প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

এসময় বক্তব্য রাখেন উদীচী যশোরে জেলা সংসদের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমার খান বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও শিল্পকলা একাডিমীর সাধারণ অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh