নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি নিয়ে এখনই কোনো কমেন্ট করবো না। আগে দলীয় ফোরামে আলোচনা হোক।