নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম
ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকার সাইন্সল্যাব মোড়। ফাইল ছবি
সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে উদ্ভুত পরিস্থিতিতে নিহতের ঘটনার বিচার ও আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তিসহ ৯ দফা দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল সারাদেশ।
৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে করেছে কোটা বিরোধী আন্দোলন কারীরা। আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে সমাবেশ হয়। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেত্রী শারমিন সুলতানা, তানভির হাসান ও হুসাইন বক্তব্য রাখেন।
শারমিন সুলতানা অভিযোগ করেন, আমরা ৯ দফা দাবিতে যৌক্তিক আন্দোলন করছি । আমাদের ভাই-বোনদের উপর যেভাবে গুলি করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সরকারের স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। এর তীব্র প্রতিবাদ জানায় আমারা। সেই সাথে যারা এ ঘৃণ্য ও ন্যক্কারজনক কাজ করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ডাকে সাড়া দিয়ে আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে বগুড়ার সাত রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো শিক্ষার্থী।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে সাত রাস্তার মোড়ে আসেন শিক্ষার্থীরা। এসময় অনেক অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন।
জানা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা মিছিল করে সাত রাস্তার মোড়ে আসেন। বিকেল সাড়ে ৩টায় আনুমানিক আড়াই হাজার বিক্ষোভকারী সাত মাথার সবকটি রাস্তায় অবস্থান নেন। চারপাশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত। সবকটি রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এছাড়া রংপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, সিলেট, রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন জেলায় ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। এসব মিছিল থেকে কোটা আন্দোলনে নিহতের ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার ও ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দিচ্ছে ছাত্র-জনতা।
এদিকে আজ শুক্রবার (২ আগস্ট) ছুটির দিনে রাজধানীল সকালটা শুরু বৃষ্টিকে সঙ্গী করেই। সকাল থেকেই কখনো ঝুম আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও ঘরে বন্দি থাকেননি শিক্ষার্থীর দল। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে। অংশ নেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের প্রেরিত এক বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।
আজ শুক্রবারের ছাত্র-জনতার গণমিছিল ও বিক্ষোভে রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়, ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা।
রাজপথে নামেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, ইউআইইউসহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারো ইস্টওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বেলা ২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় তাঁরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ-যুবকেরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।
এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বায়তুল মা’মুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশের সামনে দিয়েই মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে।
সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা সিটি কলেজের দিকে যান। মিছিলটি ২টা ৪০ মিনিটে আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসে। তাঁরা সমস্বরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
বিক্ষোভে তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কলেজের সামনের সড়কের যান চলাচল।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, ‘কী দোষ ছিল আমার ভাই মুগ্ধের, কী দোষ ছিল ওই শিশু মেয়েটির, যে বারান্দায় দাঁড়িয়ে ছিল? কীই-বা দোষে এতগুলো নিরীহ মানুষ মরল! কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো। আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই।’
সমাবেশে সাজ্জাদ আরও বলেন, ‘আমি এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না। কারণ, পুলিশ আমার সহপাঠী ভাইকে (অন্যান্য এইচএসসি পরীক্ষার্থী) কোনো প্রকার অপরাধ ছাড়া ধরে নিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা আমাদের ভাইকে জেলে রেখে আর কোনো পরীক্ষায় বসতে পারব না।’
এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার তদন্ত ও আটকৃতদের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে জুমার পর রাজধানীর বায়তুল মোকাররক মসজিদের উত্তর গেট থেকে একটি গণমিছিল শুরু হয়। জানা গেছে, রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া এ মিছিল হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে।