জামায়াতকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন ঢাবি শিক্ষক সমিতির

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি: ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি: ঢাবি প্রতিনিধি

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ সরকার গত ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের সাথে তাদের সক্রিয় সম্পৃক্ততা ও সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে উক্ত সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

আজ শুক্রবার (২ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনের নেতৃত্বদানকারী এবং ৩০ লক্ষ শহিদদের রক্তে স্নাত দুই থেকে ছয় লক্ষ নারীর সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধীতাকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির (তৎকালীন ছাত্র সংঘ)। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতন ও হত্যার বহু ঘটনা ঘটিয়েছে। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে।

শেষাংশে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাষ্ট্রের সকল পর্যায়ের মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সবধরণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh