মীর ইফতেখার উদ্দিন ফাহাদ
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত
মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট মানেই ভারতের আধিপত্য। নারী এশিয়া কাপের ইতিহাসে আটবারের মধ্যে সাতবারই এই ট্রফি ঘরে তুলেছে ভারত। এর মধ্যে পাঁচবার শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা। গত এশিয়া কাপের ফাইনালেও লঙ্কানদের স্বপ্ন ভেঙেছিল তারা। তাই এবারের ফাইনালেও ভারতকেই ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে ভারতীয় মেয়েদের ৮ উইকেট হারায় লঙ্কান মেয়েরা।
ফাইনালে ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ফলে ফাইনালে ষষ্ঠবারের দেখায় প্রথমবার ভারতকে হারায় লঙ্কান মেয়েরা।
২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছিল ব্যর্থ। গ্রুপ পর্বে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাঘিনীরা। কিন্তু সেমিতে শক্তিশালী ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। শেষ চারের ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নকআউট ম্যাচে বাজে ব্যাটিং ছিল বাংলাদেশের হারের কারণ। সেমিফাইনালসহ এশিয়া কাপের আসরে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো ছোট দলের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা। তবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে হারতে হয়েছে তাদের। সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি জাহানারা-জ্যোতিরা। ১০ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টাইগ্রেসরা। অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম জানিয়েছেন, ‘সবকিছু মিলিয়ে হ্যাঁ, আমরা আবারও ব্যর্থ।’
আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাহানারা বলেন, ‘ঘরের মাটিতে বিশ্বকাপ, সবার চাওয়া অনেক উপরে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের ভুলত্রুটিগুলো যেন আমরা ওভারকাম করে ব্যাটিংয়ে দারুণ পারফর্ম্যান্স করতে পারি ব্যাটিং ইউনিট হিসেবে। আমার মনে হয় যে যদি ব্যাটিং ইউনিট হিসেবে একটু ভালো করতে পারি, তাহলে ইনশাল্লাহ ফল আমাদের দিকে আসবেই আসবে।’