বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৩২ পিএম
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
তেলেগু ছবির মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয়েছিল তাপসী পান্নুর। এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে ১২ বছর পার করে ফেলেছেন তিনি। এক যুগের ক্যারিয়ারে এখন বেশ সুসময় পার করছেন অভিনেত্রী। শাহরুখের ‘ডানকি’ সিনেমার মধ্য দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এ কথা একবাক্যে স্বীকার করেনন তাপসী। কিং খানের ডানকির হাত ধরে অনেক দিন পর সাফল্যের মুখ দেখেছিলেন বলে জানান।
আর এই সিনেমার পর নতুন করে যাত্রা শুরু হয় এই নায়িকার, রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাপসী প্রযোজনাও শুরু করেছেন। ধাক ধাক ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তার।
এদিকে নেটফ্লিক্সে আসবে তাপসী অভিনীত ফির আই হাসিন দিলরুবা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাসিন দিলরুবা’। এবার মুক্তি পাবে এর সিকুয়েল। তা ছাড়া বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে তিনি আসছেন ‘খেল খেল মে’ সিনেমায়। এ ছবির শুটিং শেষ হয়েছে। কিন্তু এই ছবির মুক্তির দিন এখনো জানা যায়নি।
এদিকে এই বিটাউন নায়িকার আরেক ছবি উও লাড়কি হ্যায় কাহা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু নির্মাতারা এখনো সিদ্ধান্ত নেননি যে ছবিটি বড়পর্দায় কবে আনবেন। আরশাদ সাঈদ পরিচালিত এই ছবিতে তাপসীর সঙ্গে আছেন প্রতীক গান্ধী ও প্রতীক বব্বর।