শেখ হাসিনা সরকারের পতনে সচিবালয়ে জোট বাঁধছেন পদবঞ্চিতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম

বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যাচ্ছে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের চেহারা। সচিবালয়ে আজ মঙ্গলবার (৬ আগস্ট) পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ একদল কর্মকর্তা-কর্মচারীর তৎপরতা দেখা গেছে। 

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরি কক্ষে তারা সভাও করেছেন। এছাড়া সচিবালয়ের বিভিন্ন জায়গায় তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেও দেখা গেছে। তাদের বক্তব্য হলো, তারা দীর্ঘদিন পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হয়েছেন। এখন ন্যায্য অধিকার ফিরে পেতে চান।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বঞ্চিত কর্মকর্তাদের কেউ কেউ বলেছেন, যাদের যখন পদোন্নতির সময় হয়েছিল, তখন থেকেই পদোন্নতি চান তারা (ভূতাপেক্ষ)।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় কয়েকজন বঙ্গবন্ধুর ছবি খুলে ফেলার চেষ্টা করেন। অবশ্য কয়েকজন বাধা দিলে তারা তা করতে পারেননি।

বিদ্যমান পরিস্থিতিতে ভয়-শঙ্কা নিয়ে সচিবালয়ে এসেছিলেন অনেকে। অনেকে আসেননি। ফলে কাজ হয়নি, বরং আতঙ্কের কারণে দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে অফিস ছাড়েন কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে মুছে ফেলা হয়েছে মন্ত্রীদের নাম। নামানো হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার ছবি। বিভিন্ন দেয়াল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অন্যান্য ব্যানার-ফেস্টুনও সরিয়ে ফেলা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আজ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আজই ছিল প্রথম কর্মদিবস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh