বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগামীকার বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি কিংবা ভার্চুয়ালি অর্থাৎ সুবিধাজনক উপায়ে বিচারিক চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ বুধবার (৭ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেন যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজ পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানান।

উল্লেখ্য, এর আগে ৫ আগস্ট সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৬ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। বুধবার (৭ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh