পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগ পত্র জমা দেন তিনি। বলা হচ্ছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন।

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh