পটুয়াখালী জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম

পটুয়াখালী জেলার মানচিত্র। ফাইল ছবি

পটুয়াখালী জেলার মানচিত্র। ফাইল ছবি

পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ৩টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা আমিরের ছেলে আসিফ জানান, আমরা বাসায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কয়েকজন লোক আমার বাসায় প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বন্দি করে এবং আমাদের চিৎকার দিতে নিষেধ করে। যদি ডাকাডাকি করি তাহলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমাদের বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা, জামাকাপড় ও আসবাবপত্র নিয়ে যায়।

এ বিষয়ে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের (জেলা আমির) বাসা আমাদের কলেজ পাড়ায়। রাতে ডাকাতরা বাসা থেকে সবকিছু নিয়ে যায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি জেনেছি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh