‘গুলি করি, মরে একটা… একটাই যায় স্যার, বাকিডি যায় না’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০১:০৪ এএম

পুলিশের গুলি করার ভিডিও নির্বিকারভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন আসাদুজ্জামান খানসহ উপস্থিত অন্যরা। ছবি: সংগৃহীত

পুলিশের গুলি করার ভিডিও নির্বিকারভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন আসাদুজ্জামান খানসহ উপস্থিত অন্যরা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে এতদিন পর পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলির বিষয়টি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য।

নেমপ্লেটে দেখা গেছে, ওই পুলিশের নাম ইকবাল। এর চেয়ে তার সম্পর্কে কিছু জানা যায়নি। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

সেই ভিডিও নির্বিকারভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন আসাদুজ্জামান খানসহ উপস্থিত অন্যরা। এ সময় ওই পুলিশ সদস্যকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। ...এইটা হইলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

এদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এতকিছুর পর এখনো তিনি (স্বরাষ্ট্র সচিব) স্বপদে বহাল আছেন কীভাবে?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh