পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
বিএনপির লোগো
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফরিদ হোসেন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. ফরিদ হোসেন হাওলাদারকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
ইউপি সদস্য শাহারিয়ার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে আমার বসতঘরে হামলা করে ফরিদ হোসেনের নেতৃত্বে কিছু লোকজন। ইউপি নির্বাচনে ফরিদ আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই ক্ষোভে আমার ঘরে হামলা ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।
এ বিষয় জানতে অভিযুক্ত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি।
জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, পূর্ব শত্রুতার জেরে হিন্দু ও ইউপি সদস্য শাহারিয়ার বাড়িতে হামলা, লুটপাটের ঘটনায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ফরিদ হোসেন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।