খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:১৬ পিএম

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আশ্রাফ উদ্দিন  দীঘিনালার মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি।

আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি শহরের জিরোমাইল এলাকা হতে খাগড়াছড়ি জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আশ্রাফ উদ্দীন মেরুং এলাকার মৃত আব্দুল খালেক খলিফার ছেলে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক জানান, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর  স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল আলম হত্যার ঘটনায় দীঘিনালা থানায় একটি মামলা দায়ের হয়।  সেই মামলায় তাকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh