নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:২৪ পিএম
প্রতীকী ছবি
দুইজন মাতাল অনেক রাতে মদ খেয়ে চুরচুর হয়ে বড় রাস্তার মোড়ের ঠিক মাঝখানে পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে।
পুলিশ এসে তাদের বললো যান তারা এইভাবে দু'জনে ধরাধরি করে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে না থেক, যে যার বাড়িতে চলে যায়।
তারা উত্তরে বললো, "United we stand, divided we fall" অর্থাৎ দু'জনে দু'জনকে জড়িয়ে এই অবস্থায় আছে বলেই দাঁড়িয়ে আছে, যে মুহূর্তে দু'জনে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবে অমনি সঙ্গে সঙ্গে গড়িয়ে মাটিতে পড়ে যাবে।