এবার হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। ফাইল ছবি

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। ফাইল ছবি

অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী এবং নাফিসা কামাল।

এছাড়াও এই তালিকায় আছেন ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমেদ।

তাদের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh