৩ দফা দাবিতে বিসিসি শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম

বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা।

বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা।

বেতন বৈষম্য দূর করা ও চাকরি স্থায়ী করনসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন এবং বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা।

আজ রবিবার (১৮ আগস্ট) সিটি করপোরেশনের নগর ভবনের তৃতীয় তলায় বিক্ষোভ করেন তারা। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুরের দিকে কর্মসূচি স্থগিত করেন শ্রমিক-কর্মচারীরা।

এর আগে বেলা ১১টার দিকে তিন দফা দাবিতে নগর ভবনের কর্মবিরতি শুরু করেন মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা। এসময় তারা নগর কর্তৃপক্ষের নিকট বেতন বৈষম্য দূর করা, স্থায়ী নিয়োগ প্রদান ও ছুটি মঞ্জুরের দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীরা জানান, ১০ বছর অতিবাহিত হয়ে গেলেও তাদের অনেকেরই চাকরি নিয়মিত হচ্ছে না। কোন নিশ্চয়তা ছাড়াই অস্থায়ীভাবেই চাকরি করতে হচ্ছে তাদের। অন্যদিকে রয়েছে বেতন নিয়ে বৈষম্য।

তারা বলেন, মেয়রের পছন্দসই ব্যক্তিরা ইচ্ছেমতো অফিস করে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা বেতন পেলেও সাধারণ কর্মচারীরা মাত্র ১০ হাজার টাকা বেতন পায়। একইসাথে দীর্ঘদিন অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও মেয়রের মনপুত না হলে কাউকে স্থায়ী করা হয় না। এসব বৈষম্য নিরসনে তারা ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে।

তবে নগর কর্তৃপক্ষ বলছে, সিটি মেয়র গত ৫ আগস্ট থেকে অনুপস্থিত থাকায় আন্দোলনকারীদের দাবিগুলো সম্পূর্ণ পূরণ করা সম্ভব নয়। দাবির বিষয়গুলো প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের প্রতিটি বিভাগে ৫০-৬০ জন করে চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারী রয়েছেন। সব মিলিয়ে তাদের সংখ্যা এক হাজারের মতো। এদের মধ্যে বেশি বৈষম্যের শিকার পরিচ্ছন্নতা কর্মীরা। তবে প্রতিটি বিভাগের শ্রমিক-কর্মচারীরাই কর্মবিরতি এবং বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh