শেখ হাসিনা-এমপি শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:০৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শফিকুল ইসলাম শিমুল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শফিকুল ইসলাম শিমুল।

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুলছাত্র ইয়াছিনকে অপহরণ ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত ইয়াসিন ইসলামের বাবা ফজের আলী বাদী হয়ে আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নাটোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণমোহন সরকার বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার অন্য আসামিরা হলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সদর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাদীর অভিযোগ, গত ৪ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় ইয়াছিনকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে মারধর করে তুলে নিয়ে তৎকালীন এমপি শিমুলের বাড়িতে আটকে রাখা হয়। পরদিন এমপি শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ৬ আগস্ট এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh