ডেক্স রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৬ পিএম
কি কারণে ভারত যাচ্ছেন পুলিশ সদস্যরা?
কোটা আন্দোলনে ছাত্র-জনতার উপর পুলিশের বিতর্কিত হামলার পর থেকেই, থানা এবং পুলিশের প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। ৫ আগষ্টের পর থেকে দেশের বিভিন্ন জেলায় হামলার শিকারও হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির ভয়ে কর্মবিরতিতেও চলে যান পুলিশ সদস্যরা। তবে আবারোও দেশের স্বার্থে কাজে ফিরে দায়িত্ব পালন করতে তাগাদা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে ফিরতে না ফিরতেই হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই ৫৫ পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। এমনকি রোববার আরও ১০০ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে নিশ্চিত করেছে পুলিশের দায়িত্বশীল একটি সুত্র।