সমুদ্রসৈকতে ভেসে এলো যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম উখিয়ার রেজুখাল এলাকার বাসিন্দা

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার  করা না হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।

নিহত সেলিমের স্বজন হুমায়ুন বলেন, দুইদিন আগে তারা চার ভাই একসঙ্গে শখের বশে মাছ শিকারে গিয়েছিল। এ সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করা হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh