কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম
পাহাড়ি ঢলে ভেঙে গেছে সড়ক।
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরো দুজন সাঁতার কেটে প্রাণে রক্ষা পেয়েছে। প্রাণ হারানো কিশোরের নাম মো. হাবিব (১৩)। তিনি ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
গতকাল শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার বরইতলীর পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারী বর্ষণে পাহাড়ি ঢল নামে বরইতলীতে। সোনাইছড়ির ছড়াখাল উপচে পানি প্রবাহিত হচ্ছিল স্থানীয় সড়কের উপর দিয়ে। সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এসময় সড়কের উপর দিয়ে যাওয়া ঢলের স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরে বেঁচে গেলেও হাবিব পানিতে ডুবে যায়। অল্পক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। ঢলের তোড়ে ভেসে গিয়ে শিশু মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এর আগে গত (২৩ আগস্ট) বন্যায় রামু উপজেলায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন, সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২)।