শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির কাজী জাফরের স্মরণ সভায় এ আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র চলছে। প্রতিবিপ্লব যাতে না ঘটে, তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বদের সজাগ থাকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাই।

সেইসঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, নতুন ভবিষ্যৎ জাতির সামনে, অতীতের সকল জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের অধিকার রক্ষা হয়—এমন দেশ গড়তে ১৫ বছর ধরে বিএনপি লড়াই করছে, প্রাণ দিয়েছেন অনেকে।

ফখরুল বলেন, ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার দোসররা কিছু পালিয়েছেন, বাকিরা লুকিয়ে আছেন। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সে সংস্কার হতে হবে। শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশপাশে দেখতে চান না জনগণ।

এসময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh