আসছে ‘অ্যাভাটার থ্রি’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম

আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। ছবি: সংগৃহীত

আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। ছবি: সংগৃহীত

২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল সায়েন্স ফিকশন মুভি ‘অবতার’। ছবিটি দেখার পর সবাই এর সিকোয়েল দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিল। দীর্ঘ ১৩ বছর পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে অবতারের সিকোয়েল মুভি অবতার টু মুক্তি পায়। সিকোয়েল এই ছবির কাহিনি পরিচালক ক্যামেরনের মাথায় আগেই সাজানো ছিল। তবে সুন্দর ও নিখুঁতভাবে দর্শকদের কাছে উপহার দিতে ছবিটি এত সময় নিয়ে তৈরি করেছেন তিনি।

এবার আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। যার নাম আনুষ্ঠানিকভাবে অ্যাভাটারের পেজ থেকে জানানো হয়েছে। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নাম ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, নেইতিরি আগুনের মাঝে নাচছেন। ক্যামেরন লিখেছেন, এই সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা, যা আগে কখনো দেখা যায়নি। বিশ্বখ্যাত এ নির্মাতার মতে, দর্শকের প্রিয় চরিত্রগুলোকে আরও কঠিন লড়াই করতে দেখা যাবে এ ছবিতে। 

তিনি আরও জানিয়েছেন, এই ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। প্রসঙ্গত জেমস ক্যামেরনের ছবি মানেই নতুন উন্মাদনা কাজ করে দর্শকদের মধ্যে। তার ছবিতে অসাধারণ কাহিনিই শুধু নয়, রয়েছে শিল্প নৈপুণ্যে ভরা ছবির দক্ষ মেকিংও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh