বেরোবিতে বন্যাদুর্গদের জন্য গণত্রাণ কর্মসূচি

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:১৪ পিএম

বেরোবিতে ত্রাণ সংগ্রহে গণত্রাণ কর্মসূচি।

বেরোবিতে ত্রাণ সংগ্রহে গণত্রাণ কর্মসূচি।

আকস্মিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় বন্যাকবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে গণত্রাণ কর্মসূচি আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (২নং গেইট) বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

কর্মসূচির অংশ হিসেবে এখানে পৃথক পৃথক ৩টি টেবিল বসানো হয়েছে। এদের মধ্যে কোনো টেবিলে শুকনা খাবার, আবার কোনো টেবিলে নগদ অর্থ সংগ্রহ, আবার কোনোটিতে কাপড় সংগ্রহ করা হচ্ছে। 

এসময় শিক্ষার্থীরা বলেন, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমরা বন্যাকবলিত এলাকায় যতটুকু পারি সেই চেষ্টায় এই কর্মসূচির আয়োজন করেছি। এখানে অনেকে এসে শুকনা খাবার, কাপড় ও নগদ অর্থ নিয়ে লোকজন আসতেছে। আমরা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার পর বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দিবো। এভাবে আমরা বন্যা কবলিত এলাকায় সামান্য সাহায্য করার ক্ষুদ্র চেষ্টা করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh