মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করায় মাদক সিন্ডিকেটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

আপেল (২১) নামে এক ব্যাক্তিকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার সহযোগী ও স্বজনরা। ছবি: নিজস্ব প্রতিবেদক

আপেল (২১) নামে এক ব্যাক্তিকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার সহযোগী ও স্বজনরা। ছবি: নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে মোতালেব হোসেন আপেল (২১) নামে এক ব্যাক্তিকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার সহযোগী ও স্বজনরা। তবে পুলিশ বলছে তাকে সহায়তা করতে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী।

ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে অস্ত্রসহ আটক করে মাদক মামলায় চালান দিলেও মাদক সিন্ডিকেটের চক্রটি গতকাল শনিবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকায় এ মানববন্ধন করেন।

এতে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গরু চোরাচালানকারীদের দেখা যায়। এর আগে, ২১ আগস্ট দুপুরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। 

গ্রেপ্তার মোতাহার হোসেন আপেল হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকার আজিজুল ইসলামের ছেলে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপেল দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দশ কেজি গাজা ও একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পরে মামলা ভিন্ন দিকে প্রবাহিত করতে স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা অপপ্রচার চালাতে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেন। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরও কয়েকজন স্থানীয় জানায়, তার বাবা আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসা করে গাড়ি-বাড়ি অনেক কিছু করেছেন। তার নামে একাধিক মাদক মামলা আছে। কয়েকদিন আগে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার ও তার ছেলে গ্রেপ্তার করেছে।

এ-বিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত বলেন, ‘ওই এলাকা মাদকদ্রব্য এলাকা, ওখানের কিছু লোক আছে যারা মাদক বিক্রয়ের সাথে সংযুক্ত। তার মধ্যে যে বাসায় আমাদের থানা পুলিশ অভিযান পরিচালনা করে তার শয়ক কক্ষ থেকে দশ কেজি গাজা ও একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। সেসময় সম্পূর্ণ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আমাদের পুলিশ এ অভিযান চালিয়েছে। ওই লোকের অপরাধকে ভিন্ন দিকে প্রবাহিত করতে এ মানববন্ধন করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh