রিকশাচালকদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে প্যাডেল চালিত রিকশাচালকরা। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে প্যাডেল চালিত রিকশাচালকরা। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে প্যাডেল চালিত রিকশাচালকরা। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ  শুরু করেন তারা। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

প্যাডেল চালিত রিকশাচালকরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন। তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় আজ রাস্তায় নেমে এসেছেন। 

রিকশাচলকরা বলেন, অটোরিকশা চালকরা ১০০ টাকার ভাড়া ৫০ টাকা হলেই চলে যায়। তাদের জন্য প্যাডেলচালিত রিকশাচালকরা যাত্রী পান না এবং ন্যায্য ভাড়া পান না। সারাদিন রিকশা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন না। 

তারা আরও বলেন, অটোরিকশা চলার অনুমতি নেই ঢাকায়। তারপরও দেদারছে চলছে অটোরিকশা। পায়ের রিকশার বৈধতা আছে, নাম্বার আছে। এর জন্য প্রতি বছর ৩০০ টাকা ফি দিতে হয়। এই শেখ হাসিনা অবৈধ অটোরিকশা চালানোর অনুমতি দিয়ে আমাদের বৈধ রিকশাকে অচল করে দিয়েছে। 

এর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সাত বছরে মোট তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সড়কে ব্যাটারিচালিত রিকশাসহ থ্রি-হুইলার ও ইজিবাইক বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশে অটোরিকশার আমদানিও নিষিদ্ধ করা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh