১০ বছর পর কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজার আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৮ আগস্ট) সকালের ফ্লাইটে তিনি কক্সবাজারে আগমন করবেন। এ উপলক্ষে পুরো কক্সবাজারসহ নিজ নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। 

সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম জানান, বুধবার সকাল পৌনে এগারটায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার অবতরণ করবেন সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেবেন।

বেলা দুইটার দিকে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে বিএনপির সংবর্ধনা সভায় যোগ দেবেন। পরে বিকেল ৪ টায় চৌমুহনী চত্বরে যোগ দেবেন পেকুয়া বিএনপি আয়োজিত অপর একটি অনুষ্ঠানে। পরদিন বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও স্বজনদের সাথে তিনি সাক্ষাৎ করবেন।

সূত্র বলছে, এবারের সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন। এই সময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত ও কবর জিয়ারত ছাড়াও বিগত ১৬ বছরে স্বৈরাচারি সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে দীর্ঘ ১০ বছর পর নিজ এলাকায় আগমনকে ঘিরে জেলা শহর ছাড়াও চকরিয়া-পেকুয়ায় নির্মাণ করা হয়েছে অন্তত দুই শতাধিক শুভেচ্ছা তোরণ। নেতাকর্মীদের রঙিন ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে কক্সবাজারসহ চকরিয়া-পেকুয়া। তার আগমনী বার্তায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের কমতি নেই। পাড়া-মহল্লায় চায়ের দোকানেও সালাহউদ্দিন এর আগমন নিয়ে তুমুল আলোচনা চলছে। তার সমর্থকদের ধারণা, চকরিয়া ও পেকুয়ায় পৃথক সংবর্ধনায় ব্যাপক মানুষের সমাগম হবে।

সালাহউদ্দিন আহমেদ চকরিয়া-পেকুয়া আসনের দুইবারের এমপি ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। পরে তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদও এমপি নির্বাচিত হন।

সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালের ১০ মে রাজধানীর উত্তরা একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন সালাউদ্দিন আহমেদ। এর প্রায় দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে ঘোরাঘুরির সময় ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি আটক হন।

কক্সবাজার জেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, আমাদের নেতা সালাহউদ্দিন আহমদকে বরণ করতে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ প্রস্তুত রয়েছে। প্রতিটি সংবর্ধনা সভায় ব্যাপক জনসমাগম হবে। সংবর্ধনা সভা সফল করতে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বরণে সবধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। দীর্ঘ ১০ বছর পর তার কক্সবাজার আগমনকে ঐতিহাসিক করে রাখতে বিমানবন্দরসহ সব আয়োজনে গণজোয়ার সৃষ্টি করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh