মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমান টিকেট হস্তান্তর।
মালদ্বীপ প্রবাসী কর্মী আব্দুর রহমান (৫০), তিনি বেশ কিছু দিন যাবত অসুস্থ হয়ে দেশটির রাজধানীর আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বৈধ কোন মালিকানা না থাকার কারণে, মালে চিকিৎসার ব্যয় বহন করা অসাধ্য হয়ে যায়।
এমতাবস্থায় তাকে দেশে ফিরে উন্নত চিকিৎসা নিতে, মালদ্বীপস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমানের টিকেট হস্তান্তর করেন (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ। এসময় মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অসুস্থ আব্দুর রহমানের দেশের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাজিদপুর ইউনিয়নে। তার পিতার নাম মো. সিরাজ মিয়া। তার আত্মীয়ের কাছ থেকে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘ ৯ বছর যাবত অনিয়মিত কর্মী হিসেবে মালদ্বীপের বিভিন্ন নির্মাণ কোম্পানিতে কাজ করে আসছিলেন। হঠাৎ করে তার এপেন্ডিক্স সংক্রান্ত ব্যথার কারণে অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।