নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম
মসজিদে পাঁচজনকে হত্যা করা হলেও ইসরাইলি অভিযান এখনো শেষ হয়নি। ছবি: সংগৃহীত
এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারেমে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরাইল। যা বিগত কয়েক দিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি। খবর রয়টার্সের।
ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য, যে পাঁচজনকে হত্যা করা হয়েছে তারা সবাই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা। তার মসজিদটিতে লুকিয়ে ছিল এবং সেখানেই তাদের হত্যা করা হয়। তবে মসজিদে পাঁচজনকে হত্যা করা হলেও ইসরাইলি অভিযান এখনো শেষ হয়নি।
বুধবার ভোররাতে কয়েক’শ ইসরাইলি সেনা হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যান নিয়ে পশ্চিম তীরের তুলকারেম, জেনিন ও জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীর মতে, ইসরাইলের এ অভিযানের আগে গাজা ও পশ্চিম তীরের টেলিযোগাযোগব্যবস্থাও ব্যাহত করা হয়।
এদিকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে মোট ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল নিহত হন ১২ জন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালানোর ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে।