রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত তাসলিমা আক্তার সোনাই এলাকার মালাদ্বীপ গ্রামের বোট চালক কাদির হোসেনের ছোট মেয়ে।

তাসলিমার বাবা কাদির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তাসলিমাসহ বাচ্চারা ঘরের সামনে খেলা করছিল। আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বাচ্চাদের আওয়াজ না পেয়ে মেঝো মেয়ে আকলিমাকে ডেকে জিজ্ঞেস করলাম তাসলিমা কোথায়? সে বলল তাসলিমা নদীর ঘাটের দিকে গেছে। আমরা দ্রুত নদীর কাছে গিয়ে খুঁজতে শুরু করি। আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করলে কিছুক্ষণ পর তাসলিমার নিথর দেহ পানির নিচে পাওয়া যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এখন কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। এই সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh