রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রশান্ত চাকমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ধুপ্পারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ডুবুরি দল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিলাইছড়ি উপজেলা সদরের ভাইবোন পাড়ার ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হয় প্রশান্ত চাকমা। পরে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল টিম লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। সেখানে ডুবুরি দলের সদস্য সাকিব ও নুরুল ইসলাম নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি স্টেশন অফিসার নুরুল হুদা জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম ফিরলে বিস্তারিত জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh