৮ম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৫:৫৮ পিএম

 বাংলাদেশ চা বোর্ড। ফাইল ছবি

বাংলাদেশ চা বোর্ড। ফাইল ছবি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)। একাধিক শূন্যপদে জনবল নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড

পদের সংখ্যা: ৯টি

লোকবল সংখ্যা: ৪৮ জন

পদের বিবরণ:


বয়সসীমা: ১৯ মে, ২০২৪ ইং তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চা বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ সরাসরি, ডাকযোগ কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর ডান পাশে পদ ও জেলার নাম উল্লেখ করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৪  তারিখ পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh