আহসান হাবীব সুমন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
বাফুফের সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়াম্যান ইমরুল হাসান। ছবি: সংগৃহীত
সব শঙ্কা কাটিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দলবদল। ২২ আগস্ট শেষ হওয়া দলবদলে অংশ নেয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর শেখ রাসেল ক্রীড়া চক্র। অনেক নাটকীয়তার পর দল সাজিয়েছে ঢাকা আর চট্টগ্রাম আবাহনী। বাকিরা হচ্ছে-বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জ, ফর্টিস, ব্রাদার্স ইউনিয়ন এবং নতুন করে বিপিএলে উঠে আসা ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ও ইয়াংম্যান্স ফকিরেরপুল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। ফুটবল অঙ্গন স্বাভাবিক হতেও খানিকটা সময় লাগবে। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। আমরা চাইছি, সেপ্টেম্বরের যে কোনো সময়ে ফুটবল মৌসুম শুরু করতে।’
সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কিন্তু ইমরুল হাসান ব্যতিক্রম। ২০২০ সালের অক্টোবরে তিনি বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের নভেম্বরে পান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। তার নেতৃত্বে বদলেছে পেশাদার মৌসুমের চরিত্র। মৌসুম জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন কাপ। এ ছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় আর মাসের সেরা রেফারি মূল্যায়নে প্রশংসিত হয়েছে ইমরুল হাসানের লিগ কমিটি।
ইমরুল জানালেন, ‘২০২৪-২৫ মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ আর প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। দলবদল নিয়ে অনেক শঙ্কা ছিল। তবু শেষ পর্যন্ত ১০টি ক্লাবের অংশগ্রহণে দলবদল শেষ হওয়ায় স্বস্তি মিলেছে। এখন আমাদের দায়িত্ব ফুটবল মৌসুম ভালোয় ভালোয় শেষ করা।’ তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ফুটবল মৌসুম। ম্যাচটি বিপিএল আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়নের মধ্যে হওয়ার কথা। কিন্তু বিগত মৌসুমে দুটি আসরেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাই কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের রানার্স-আপ মোহামেডান খেলবে।
ইমরুল টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি। কেমন হয়েছে নিজের দল? বললেন, ‘আমরা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলব। পাঁচজন উঁচুমানের বিদেশি ফুটবলার আমাদের স্কোয়াডে রয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে আমাদের স্কোয়াড বেশ ব্যালেন্সড।’
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের সব খেলা বসুন্ধরার নিজস্ব ভেন্যু কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কিংস কর্তৃপক্ষ। ইমরুল জানালেন, ‘হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ লিগের আয়োজক হতে এএফসির কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক। আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। আমরাও এএফসি চ্যালেঞ্জ কাপ আয়োজনের ঝুঁকি নিতে চাইছি না।’
এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৪-২৫ মৌসুমে পশ্চিমাঞ্চলের ‘এ’ গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল এফসি, লেবাননের নেজমেহ এসসি ও ভুটানের পারো এফসি। আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপের স্বাগতিক পারো এফসি। ম্যাচগুলো হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপে আছে ১২ দল। তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্সআপ যাবে পরের রাউন্ডে।
বসুন্ধরা কিংসের নতুন কোচ রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে পরীক্ষিত দুই ব্রাজিলীয় রবসন রবিনহো ও মিগুয়েল দামাসেনার সঙ্গে ফিরেছেন জোনাথন ফার্নান্দেজ। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফরাসি ফরোয়ার্ড জারেদ খাসা এবং নাইজেরীয় ডিফেন্ডার ইসাইয়াহ এজে। দেশীয় ফুটবলারদের মধ্যে যোগ হয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম আর চন্দন রায়। সঙ্গে রাকিব হোসেন, মোরসালিনরা তো আছেনই। গত মৌসুমে কিংস তাদের ইয়ুথ একাডেমির বেশ কজন ফুটবলারকে ধারে বিভিন্ন দলে খেলতে দিয়েছিল। এর মধ্য থেকে ব্রাদার্সে খেলা রাব্বি হোসেন রাহুল, সুইবুর রহমান মিজান, মোহসীন আহমেদ ও আকমল হোসেন নয়নকে ফিরিয়ে আনা হয়েছে। আর একাডেমি থেকে নিয়েছে পাঁচ তরুণকে। সব মিলিয়ে নিঃসন্দেহে নতুন মৌসুমে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে বসুন্ধরা কিংস।