বর্ষায় প্রয়োজন তৈলাক্ত ত্বকের বাড়তি যত্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম

বর্ষাকালে তুলনামূলক বেশিই ত্বকের যত্ন নেওয়া উচিত। ছবি: সংগৃহীত

বর্ষাকালে তুলনামূলক বেশিই ত্বকের যত্ন নেওয়া উচিত। ছবি: সংগৃহীত

যে কোনো ঋতুতেই ত্বক ভালো রাখতে সঠিক যত্নের প্রয়োজন। ত্বকের ধরন অনুযায়ী সমস্যাও থাকে আলাদা, যত্নও আলাদা। আর বর্ষাকালে তুলনামূলক বেশিই ত্বকের যত্ন নেওয়া উচিত। কারণ এ সময়ে বাইরে বের হলে হয় বৃষ্টি আর না হলে ঘামে ভেজার দশা। এর জেরে ত্বক ও চুলের দফারফা।

এমনিতে যাদের ত্বক তৈলাক্ত সারা বছরই তাদের যত্ন নেওয়া জরুরি। বর্ষায় এর প্রয়োজনীয়তা বেড়ে যায়। কারণ এই ঋতুতে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। অত্যধিক আর্দ্রতা তৈলাক্ত ত্বকের ওপর প্রভাব ফেলে। তাই বর্ষায় কেমন হবে তৈলাক্ত ত্বকের যত্ন...

অবশ্যই ক্লিনজার ব্যবহার করতে হবে। বাইরে থেকে ফিরে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ঠিক হবে না। ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ক্লিনজার ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করবে।

তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো এক্সফোলিয়েশন। এর মাধ্যমে ত্বকের মরা কোষ পরিষ্কার হয়। এক্সফোলিয়েশন না করলে ত্বকের উন্মুক্ত ছিদ্র বন্ধ হয়ে যায়। সেখান থেকেই ব্রণ হয়। এক্সফোলিয়েট করতে স্ক্র্যাবার ব্যবহার করতে পারেন। কফি, অ্যালোভেরা দারুণ স্ক্র্যাবার।

বর্ষায় শুধু চুল নয়, ত্বকেও সিরাম ব্যবহার করা প্রয়োজন। ভিটামিন সি সমৃদ্ধ সিরাম এ ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। ভিটামিন সি ত্বকের টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে। নিয়াসিনামাইড এবং স্যালিসিলিক অ্যাসিডযুক্ত সিরাম ত্বকের জন্য সবচেয়ে ভালো। তাতে ত্বক পুষ্টি পাবে, তেলতেলে ভাবও কমবে।

শুধু বর্ষা বলেই নয়, সারা বছরই টোনার ব্যবহার করা উচিত। এটি ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, ত্বকের সংক্রমণ কম করে। তাই মুখ পরিষ্কার করার পরেই টোনার লাগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার করা যায় টোনার হিসেবে। এ ছাড়া গ্রিন টি ও শসার টোনারও ভালো। 

তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর কোনো প্রয়োজন নেই। এর থেকে ভুল ভাবনা আর কিছু হতে পারে না। ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এর সঙ্গে তেল নিঃসরণের সম্পর্ক নেই। শুধু জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। 

বর্ষায় ত্বকের যত্নে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। বেসন ও টক দই দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিন। ত্বক ভালো থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh