নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই, ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও লাভ নেই, বাংলাদেশ সবার বন্ধু।
আজ সোমবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, ভারতের মিডিয়াতে বাড়াবাড়ি রকমের খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণঅভুথ্যান নিয়ে। এ নিয়ে তারা যে ব্যাখ্যা করেছে সেটা বিশ্বাবাসী গ্রহণ করেনি।
পশ্চিমা দেশের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে খুব বেশি বেগ পেতে হবে না। আগের সরকার খুব বেশি ক্ষতি করতে পারেনি।
তৌহিদ হোসেন আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে, শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।