চাঁদের সবচেয়ে উন্নত বা আধুনিক ছবি তুলেছেন কুর্দি জ্যোতির্বিদ্যা ফটোগ্রাফার দারিয়া কাওয়া মির্জা। গত রবিবার ১ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছবিটির জন্য টানা চার দিনের পর্যবেক্ষণ এবং শুটিংয়ের প্রয়োজন ছিল।
প্রতিবেদনে বলা হয়, চাঁদের ভূগোলকে অত্যাশ্চর্য স্পষ্টতা এবং বিশদভাবে বর্ণনা করে বা চাঁদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এমন স্পষ্ট ছবি আগে কখনও দেখা যায়নি।
এই ছবিটিকে দারিয়া কাওয়া মির্জা ‘স্বচ্ছ এবং তীক্ষ্ণতম চাঁদের ছবি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি ছিল চার দিনের একটানা পর্যবেক্ষণ ও শুটিংয়ের ফল। চূড়ান্ত এই চিত্রটি ১৫৯.৭ মেগাপিক্সেল।