অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
আইনস্টাইনের প্রতীকী কার্টুন
আইনস্টাইনের আলোর গতির ওপর ক্লাস হচ্ছে-
শিক্ষক: এই বক্কর বল তো, আইনস্টাইন কীভাবে আলোর বেগ পরিমাপ করলেন?
বক্কর: স্যার, আমার যা মনে হয় আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস, সেহেতু আইনস্টাইন প্রথমে একটা দুইশ’ গজ ফিতা নিয়েছিলেন, তারপর …
নান্টু : হয়নি স্যার। বক্কর কী ধরনের গাধা চিন্তা করেন! আরে আলো কি জামা-কাপড় যে ফিতা দিয়ে মাপব! আলো হইল আলুর মতো ভারী। তাছাড়া তখন গজফিতা আবিষ্কারই হয়নি। তাই তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল কোনো? বলেন স্যার, আপনিই বলেন?
শিক্ষক : আহা! তোদের কী প্রতিভা! তোরা তো একসময় আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবি। বাহ্!