ল্যাংস্টন হিউজ, ভাষান্তর: রবিউল কমল
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
প্রতীকী ছবি
প্রতিবাদ ও সমাবেশে কবিতা একটি জনপ্রিয় শিল্পমাধ্যম। নাগরিক অধিকার, নারীমুক্তি আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা লড়াই সব আন্দোলনে কবিতা আলাদা গুরুত্ব বহন করে। বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কবিতায় বিপ্লব। ফ্যাসিবাদী ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটি কবিতা কখনো কখনো হয়ে ওঠে মারণাস্ত্রের চেয়ে ভয়ংকর। ল্যাংস্টন হিউজ রচিত বিপ্লবের কবিতা পাঠককে নতুন করে ভাবাবে, ভালোবাসতে বলবে সময়কে -বিপ্লবপরবর্তী দিন।
আমি তো বিশ্বের দিকে তাকাই
ল্যাংস্টন হিউজ
আমি বিশ্বের দিকে তাকাই
দেখি, জেগে ওঠা চোখ থেকে কালো মুখ-
আমি যা দেখছি-
এই বেড়া দেওয়া সংকীর্ণ জায়গা
আমার জন্য বরাদ্দ করা হয়েছে।
আমি নির্বোধ দেয়ালের দিকে তাকাই
আমার চোখে অন্ধকার, মুখে অন্ধকার-
আমি যা জেনেছি তা :
এই দেয়াল নিপীড়নের প্রতীক
আমাকে এর মধ্য দিয়ে যেতে হবে!
আমি নিজের শরীরের দিকে তাকাই
আমার চোখ এখন আর অন্ধ নয়-
আমি দেখতে পাচ্ছি, আমার হাতে গড়ে উঠবে
আমার জগৎ, যা আমি চাই।
হে কমরেড, এবার চলো-
সেই জগতের পথ খুঁজি।