অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। ফাইল ছবি
ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে চাকরিটা চলে গেল শ্যামল সাহেবের। বিষণ্ণ মনে ঘরে ফিরলেন। স্ত্রী সব শুনে তার মুখে হাসি ফোটনোর জন্য বললেন—
স্ত্রী: এত চিন্তা করছো কেন? ব্যবস্থা তো আছেই!
শ্যামল সাহেব: কী ব্যবস্থা?
স্ত্রী: সব সময় তো দেখছি তোমার বেতনের টাকার চেয়ে ঘুসের টাকাই বেশি; এবার থেকে না হয় ঘুসের টাকাতেই সংসার চলবে; এত ঘাবড়ানোর কী আছে?