আনসার সদস্যদের লাঠির আঘাতে আহত গাড়ি চালক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

শাহিন হাওলাদার। ছবি: সংগৃহীত

শাহিন হাওলাদার। ছবি: সংগৃহীত

রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আন্দোলন চলাকালে লাঠির আঘাতে আহত গাড়ি চালক শাহিন হাওলাদার (৪০) মারা গেছেন।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসারদের লাঠির আঘাতে আহত হন শাহিন হাওলাদার। পরদিন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।

নিহত শাহিন হাওলাদারের ছেলে মো. বিশাল বলেন, সচিবালয়ের সামনে আমার বাবার রেন্ট-এ-কার অফিস রয়েছে। সেখান থেকেই তিনি গাড়ি চালাতেন। ওইদিন রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের লাঠি আঘাতে গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh