ভাইরাল স্ক্রিনশট নিয়ে ফেসবুক পোস্টে যা লিখেছিলেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর ভাইরাল স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে। গ্রুপটি নিয়ে এখন অনেকেই কথা বলছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন তার অভিজ্ঞতার কথা। যদিও পরে তিনি পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

ফেসবুকে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম! ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।’

এরপর তিনি অ্যাওয়ার্ড নিয়ে সচ্ছতার কথা জানিয়ে আরও লিখেছেন, ‘আশা করি এখন থেকে শুধু যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, চাটুকরিতার জন্য না।’ শবনম ফারিয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফারিয়ার ফেসবুক পোস্টে পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর পুরস্কার পাওয়া ‘কোন এক বিশেষ দলের সদস্য’ বলে যাকে চিহ্নিত করেছেন, তিনি অভিনেত্রী সুচরিতা। ‘মেঘকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য সে বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারের দৌড়ে ছিলেন তিনিও। শেষ পর্যন্ত তাকে পুরস্কার দেওয়া হয়নি।

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার প্রযোজক ছিলেন জয়া আহসান। সরকারি অনুদানে নির্মিত ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও বাচসাস পুরস্কারে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ফারিয়া। যদিও ওই সিনেমার পর তাকে আর সেভাবে বড়পর্দায় দেখা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh