প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিল এখন 'বি' গ্রুপের শীর্ষে অবস্থান করছে। ছবি: সংগৃহীত
ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। কলম্বিয়ায় চলমান মেয়েদের এই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।
প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে জোড়া গোল ভিনদিতো এ ম্যাচেও দুইবার বল পাঠিয়েছেন ফ্রান্সের জালে। তিনি দুটি গোল করেছেন যথাক্রমে ৭ ও ১৯ মিনিটে। ৭৫ মিনিটে ব্যবধান ৩ নম্বর গোলটি করেন প্রিসিলা।
ফিজি ও ফ্রান্সকে হারানোয় দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন 'বি' গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
এদিকে, গ্রুপের অন্য ম্যাচে ফিজিকে ৯-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করেছে কানাডা। দুই ম্যাচে ৪ পয়েন্ট তাদের। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কানাডা। এ ম্যাচ নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা।